kalerkanthoফ্লপ অব দ্য ডে

১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ফ্লপ অব দ্য ডে

গতবারের লিগ ওয়ান চ্যাম্পিয়ন মোনাকো। সেই তারাই গত পরশু অসহায় পিএসজির সামনে। ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছে রীতিমতো। পুরো দল খারাপ খেলেছে মোনাকোর। তবে গোলরক্ষক দানিয়েল সুবাসিচের দায়টা কম নয়। ক্রোয়েশিয়ান এই গোলরক্ষক আরেকটু দৃঢ়তা দেখালে ৭ গোল খেতে হতো না মোনাকোকে। পিএসজির মাঠে যাওয়া মোনাকো ভক্তদের খরচ ফেরত দেওয়ার ঘোষণাও দিয়ে ফেলেছে ক্লাব কর্তৃপক্ষ।মন্তব্য