kalerkantho


টপ অব দ্য ডে

১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০টপ অব দ্য ডে

ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেলরা ছিলেন না। চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিপক্ষে খেলা ম্যাচের একাদশের ছয়জনকে বিশ্রাম দিয়ে মালাগার বিপক্ষে দল সাজিয়েছিলেন জিনেদিন জিদান। লা লিগার ম্যাচটি জিততে সমস্যা হয়নি এর পরও। পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছেন ইসকো। ২৯ মিনিটে তাঁর ফ্রি কিক থেকেই প্রথমে এগিয়ে যায় রিয়াল।  ২-১ গোলের জয়ের পর ইসকোর ভূয়সী প্রশংসা ঝরেছে জিনেদিন জিদানের কণ্ঠে।মন্তব্য