kalerkantho


শারমিন চ্যাম্পিয়ন

১৬ এপ্রিল, ২০১৮ ০০:০০বসুমতী ফিদে র‌্যাপিড রেটিং দাবায় চ্যাম্পিয়ন হয়েছে মহিলা ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন। সুলতানা কামাল স্মৃতি পাঠাগারের এই দাবাড়ু সাত খেলায় ৬ পয়েন্ট অর্জন করে শিরোপা জিতেন। সমান পয়েন্ট নিয়ে শেখ রাসেল চেস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ হয়েছেন রানার-আপ। তিতাস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী হয়েছেন তৃতীয়। বিজয়ীদের ট্রফি তুলে দেন বসুমতী গ্রুপের উপদেষ্টা শেখ রওশন আলী। বিজ্ঞপ্তিমন্তব্য