kalerkantho


দিবারাত্রির টেস্ট নিয়ে ‘আঁধারে’ নিউজিল্যান্ড

২২ মার্চ, ২০১৮ ০০:০০সময়ের দাবিতে চালু হয়েছে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন আয়োজনের প্রথম টেস্টের সাক্ষী নিউজিল্যান্ড। বিশ্বজুড়ে এ পর্যন্ত আটটি টেস্টও হয়ে গেছে ফ্লাডলাইটের আলোয়। তবে নিউজিল্যান্ডের মাটিতে এর শুরুটা হচ্ছে আজ। অকল্যান্ডের ইডেন পার্কে কেন উইলিয়ামসনের দল দুই টেস্টের সিরিজের প্রথমটিতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের। রাতের আলোয় গোলাপি বলে ভালো খেলা নিয়ে অবশ্য শঙ্কাটা কাটেনি উইলিয়ামসনের, ‘গোলাপি বলে কিছুটা জটিলতা রয়ে গেছে। অবশ্যই কিছু ব্যাপারে আঁধারে আমরা। সন্ধ্যার সেশনে বলের কন্ডিশন কেমন থাকবে, এ নিয়ে কথা হচ্ছে অনেক। এই বলটাও কিছুটা ছোট। এর পরও সময়ের তাগিদে আপনাকে মানিয়ে নিতে হবে ব্যাপারটা।’ ক্রিকইনফোমন্তব্য