kalerkantho


সেই ওভার...

১৮ মার্চ, ২০১৮ ০০:০০সেই ওভার...

শেষ ওভারের অঙ্ক। ৬ বলে বাংলাদেশের জিততে দরকার ১২ রান, দেখাচ্ছে জায়ান্ট স্ক্রিন।

রুদ্ধশ্বাস ম্যাচ তো কতই হয়। তবে মাঠে এবং মাঠের বাইরে মিলিয়ে শুক্রবার প্রেমাদাসায় শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচটির শেষ ওভার মনে গেঁথে থাকবে সুদীর্ঘকাল। কলম্বো থেকে মীর ফরিদের ক্যামেরায় স্নায়ু টানটান মুহূর্তগুলোই তুলে ধরা হলো আরেকবার পাঠকদের জন্য।

মুস্তাফিজুর রহমানের হেলমেট উঁচিয়ে যাওয়া ইসুরু উদানার দ্বিতীয় বল, যা ‘নো’ ডাকেননি আম্পায়ার। এ থেকেই শুরু ‘অফ দ্য ফিল্ড’ নাটকের।

সঙ্গে সঙ্গে সীমানাদড়ির কাছে দাঁড়িয়ে সাকিব আল হাসানের নেতৃত্বে প্রতিবাদমুখর বাংলাদেশ দল।

অবশেষে মাঠে চূড়ান্ত বিজয় মাহমুদ উল্লাহর সেই ফ্লিক শটের ছক্কায়।মন্তব্য