kalerkantho


কোহলি-ধোনি বিশ্রামে

২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০বেশি দিন অপেক্ষা করতে হলো না রোহিত শর্মাকে। বিরাট কোহলি না থাকায় গত বছর ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন  শ্রীলঙ্কার বিপক্ষে। সিরিজ শেষে আবারও আগ্রহ জানিয়েছিলেন অধিনায়কত্বের। তাঁর ইচ্ছাটা পূরণ হচ্ছে নিদাহাস ট্রফিতে। গুঞ্জন সত্যি করে শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় টুর্নামেন্টটিতে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিদের মতো তারকাকে। গতকাল ঘোষিত দলে অধিনায়কত্বের ভার থাকছে রোহিতের ওপর।

টানা খেলার ক্লান্তি কাটাতে কোহলি, ধোনিদের সঙ্গে বিশ্রাম পেয়েছেন দুই পেসার ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ। নেই অলরাউন্ডার হার্দিক পান্ডেও। চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেলা লেগ স্পিনার কুলদীপ যাদবকে নিয়েও ঝুঁকি নেননি ভারতীয় নির্বাচকরা। তাঁদের জায়গায় এসেছেন দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, ঋষভ পান্ট, মোহাম্মদ সিরাজ ও বিজয় শঙ্কর। তারকাদের বিশ্রাম দিয়ে তারুণ্যনির্ভর দল গড়ার পেছনে প্রধান নির্বাচক এম এস কে প্রসাদের যুক্তি, ‘টানা খেলার ক্লান্তি আর আগামী দিনের ঠাসা সূচির কারণে এমন দল আমাদের। ধোনিও বিশ্রাম চেয়ে নিয়েছিল। এ জন্য তাঁকে রাখা হয়নি শ্রীলঙ্কায় হতে যাওয়া টুর্নামেন্টটিতে।’

আগামী জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারত। এর আগে এপ্রিল-মে জুড়ে ভারতীয়রা ব্যস্ত থাকবেন আইপিএলে। তারকারা বিশ্রাম পেয়েছেন তাই। তবে তরুণদের ভিড়ে মৈনাক আগারওয়ালের সুযোগ না পাওয়া বিস্ময়ের। ক্রিকইনফোমন্তব্য