kalerkanthoওয়াকারকে ছাড়িয়ে মুজিব

১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০একুশ শতকে জন্ম নেওয়া প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার তিনি। এটুকুতে সন্তুষ্ট থাকলেন না ১৬ বছর ৩২৫ দিনের মুজিব উর রহমান। আফগানিস্তানের এই অফস্পিনার রেকর্ড গড়েছেন সবচেয়ে কম বয়সে ওয়ানডেতে ৫ উইকেট নেওয়ার। গত পরশু শারজায় সিরিজের চতুর্থ ওয়ানডেতে তাঁর ৫০ রানে ৫ উইকেটে জিম্বাবুয়ে গুটিয়ে গিয়েছিল ১৩৪-এ। জবাবে কোনো উইকেট না হারিয়ে ২১.১ ওভারে লক্ষ্যটা পেরিয়ে যায় আফগানিস্তান। মোহাম্মদ শাহজাদ ৭৫ ও ইহসানুল্লাহ অপরাজিত ছিলেন ৫১ রানে। তাতে যেমন নিশ্চিত হয়েছে ৩-১ ব্যবধানে সিরিজ, তেমনি জিম্বাবুয়েকে টপকে ওয়নানডে র‍্যাংকিংয়ের দশম স্থানও। ম্যাচসেরা অবশ্যই ৫ উইকেট নেওয়া মুজিব। ১৯৯০ সালে শারজাতেই শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ বছর ১৬৪ দিনে ৫ উইকেট নিয়ে আগের রেকর্ডটা গড়েছিলেন ওয়াকার ইউনিস। ক্রিকইনফোমন্তব্য