kalerkantho

সংখ্যায়

১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০টেস্টে পঞ্চম সেঞ্চুরি করলেন মমিনুল হক। সেই সঙ্গে পা রেখেছেন দুই হাজার রানের মাইলফলকেও।

৪৭ টেস্টে ৪৭তম ইনিংসে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বাংলাদেশিদের মধ্যে এটা দ্রুততম। এর আগের রেকর্ডটা ৫৩ ইনিংসে ছিল তামিম ইকবালের।

১৭৫ সিরিজের প্রথম টেস্টে ১৭৫ রানে অপরাজিত মমিনুল, এটা তাঁর দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। ২০১৩ সালে চট্টগ্রামেই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ১৮১ রানের ইনিংস। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ২১৭ রানের ইনিংসটা সাকিব আল হাসানের। মমিনুলের ভালো সুযোগ আছে সেটা ছাড়িয়ে যাওয়ার।

২৩৬ চট্টগ্রাম টেস্টে তৃতীয় উইকেটে ২৩৬ রানের জুটি গড়েছেন মমিনুল হক ও মুশফিকুর রহিম। টেস্টে তৃতীয় উইকেটে এটা বাংলাদেশের সেরা রানের জুটি। এর আগের সেরা ১৫৭ রানের জুটিতেও ছিলেন মমিনুল। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে তাঁর সঙ্গী ছিলেন তামিম ইকবাল।মন্তব্য