kalerkantho

টপ অব দ্য ডে

১৮ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটপ অব দ্য ডে

অভিষেক টেস্টেই দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক লুঙ্গি এনগিডি। সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে অতটা সফল অবশ্য ছিলেন না এই পেসার। ওই ইনিংসে ৫১ রানে নিয়েছিলেন ১টিই মাত্র উইকেট। সেই এনগিডি ভয়ংকর পেস বোলিংয়ে একা ধসিয়ে দিয়েছেন ভারতের দ্বিতীয় ইনিংস। বিরাট কোহলি, লোকেশ রাহুল, হার্দিক পাণ্ডেসহ এবার তাঁর অর্জন ৩৯ রানে ৬ উইকেট। স্বভাবত ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন এনগিডিই।

মন্তব্য