kalerkantho


তেভেজের ঘরে ফেরা

৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০তেভেজের ঘরে ফেরা

চীনা লিগেও দিন ফুরিয়েছে কার্লোস তেভেজের। বছরে ৪১ মিলিয়ন ডলার বেতনে চীনা সুপারলিগের দল সাংহাই শেনহুয়ায় যোগ দিয়েছিলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। কিন্তু চুক্তির মেয়াদ ১২ মাস বাকি থাকতেই দ্বিপক্ষীয় সমঝোতায় তাঁর সঙ্গে চুক্তি বাতিল করেছে দলটি। সাংহাই শেনহুয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ক্লাবের তরফ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ভবিষ্যৎ জীবনের জন্য শুভ কামনা রইল।’ চীনা লিগের দলটির হয়ে ২০ ম্যাচে মাত্র চার গোল করেছেন তেভেজ। চীনা দল থেকে ফের বোকা জুনিয়র্সেই ফিরবেন তেভেজ। ২০০১ সালে আর্জেন্টিনার এই বিখ্যাত ক্লাবেই খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন তিনি। এবাকার অফিশিয়াল টুইটার পাতায় তেভেজের বোকাতেই  ফেরার খবর নিশ্চিত করেছেন আর্জেন্টিনার ক্লাবটি, ‘তেভেজ বাড়ি ফিরেছে। সে এরই মধ্যে গিয়েরেমো (বোকার কোচ) সঙ্গে কথা বলেছে আর সে অনুশীলনে সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছে।’ বোকা সতীর্থদের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন আর্জেন্টাইন এই ফুটবলার। আরটিইমন্তব্য