kalerkantho


শীতের প্রভাব সময়সূচিতে

৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টের পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করা হয়েছিল আগেই। এবার জানানো হলো ম্যাচ শুরুর সময়ও। বিশেষ করে এখন দিন ছোট হওয়ায় সন্ধ্যা নামে আগেভাগেই। সে কথা মাথায় রেখে ত্রিদেশীয় সিরিজের ম্যাচও শুরু হবে আগেভাগে। ফাইনালসহ সাত ম্যাচের আসরের প্রতিটি ম্যাচই দিবারাত্রির। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রতিটি ম্যাচই দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। তা ছাড়া ম্যাচ এগিয়ে আনার ক্ষেত্রে এই শীতে রাতের শিশিরও রেখেছে বড় ভূমিকা। এমনিতে বাংলাদেশে টেস্ট ম্যাচ সকাল ১০টা থেকেই শুরু হয়।

তবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে সময়টা আধঘণ্টা এগিয়ে ম্যাচ শুরুর সময় নিয়ে আসা হয়েছে সকাল সাড়ে ৯টায়। প্রতিদিনের খেলা শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। আর টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচই বিকেল ৫টায় শুরু হয়ে শেষ হবে রাত ৮টা ১০ মিনিটে।মন্তব্য