kalerkantho


এগিয়ে আসছে ত্রিদেশীয় সিরিজের ম্যাচের সময়

৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : শীত পুরোপুরি জাঁকিয়ে বসার আগেই শুরু হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তাতেই শিশিরের দৌরাত্ম্যে দিনের দ্বিতীয় ম্যাচে বারবার বিঘ্ন। ফলে ম্যাচ শেষ হতে দেরি। টুর্নামেন্ট শুরুর পর এই অবস্থা দেখে ম্যাচ শুরুর সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়। সেই অভিজ্ঞতা থেকেই আসন্ন ত্রিদেশীয় সিরিজেও এগিয়ে আনা হয়েছে ম্যাচ শুরুর সময়। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে যাওয়া সবশেষ এক দিনের আন্তর্জাতিক ম্যাচটি ছিল বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সেটাও হয়েছে এক বছরেরও বেশি সময় আগে, ২০১৬ সালের অক্টোবরের ৯ তারিখে। ম্যাচটি শুরু হয়েছিল দুপুর ২-৩০ মিনিটে, প্রায় ৯৫ ওভার স্থায়ী ম্যাচটি শেষ হতে হতে বেজে গিয়েছিল রাত ১০-১৫ মিনিট। তবে জানুয়ারির ঢাকার আবহাওয়া বলছে, এই সময়ে আকাশে থাকবে ভারী কুয়াশার চাদর। এতে ফ্লাডলাইটের আলোয় বল দেখার সমস্যার পাশাপাশি বল ভিজে যাওয়ার শঙ্কাও প্রকট। তা ছাড়া শীতের রাতে দর্শকদের বাড়ি ফেরার বিষয়টাও মাথায় রাখতে হচ্ছে। সব কিছু ভেবেই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দুপুর ১২টা থেকে শুরু করছে বিসিবি। ১৫ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিকদের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ।মন্তব্য