kalerkantho


নেইমারের জোড়া গোল

১৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০বাতাসে কানাকানি, প্যারিস সেন্ত জার্মেই ছেড়ে নাকি রিয়াল মাদ্রিদে যাচ্ছেন নেইমার! তবে সে অনেক দূরের বাদ্য, তার আগে পিএসজিতেই যে রোশনাই ছড়াচ্ছেন এই ব্রাজিলিয়ান। কাল রেনেঁর মাঠে ৪-১ গোলে জিতেছে পিএসজি, তাতে জোড়া গোল নেইমারের। বাকি দুটো গোল ভাগাভাগি করেছেন কিলিয়ান এমবাপ্পে আর এদিনসন কাভানি। ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-০ গোলে নিজের মাঠেই হেরেছে লিস্টার সিটি। আর্সেনাল মেসুত ওয়েজিলের একমাত্র গোলে হারিয়েছে নিউক্যাসলকে। চেলসিও মার্কোস আলোনসোর একমাত্র গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। বুন্দেসলিগাতেও বায়ার্ন মিউনিখ জিতেছে সেই ১-০ গোলেই, গোলদাতা থোমাস ম্যুলার। সিরিএতে ইন্টার মিলানের অপরাজিত থাকার দিন ফুরিয়েছে উদিনেসের কাছে হেরে। নিজ মাঠেই তারা হেরে গেছে ৩-১ গোলে।মন্তব্য