kalerkantho


মেসিকে দেখার স্বপ্নপূরণ

১৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০হুইলচেয়ার, যুদ্ধ; কিছুই তাঁকে দূরে ঠেলে রাখতে পারেনি!  লিওনেল মেসিকে দেখতে চাওয়া সেরিব্রাল পালসিতে আক্রান্ত নুজেন মুস্তাফার বয়স ১৮, বছর দুয়েক ধরেই তিনি হুইলচেয়ারে চলাফেরা করছেন। আবাস ছিল সিরিয়ার আলেপ্পোতে, যেখানে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। এত প্রতিকূলতাকে জয় করেই মেসির দর্শন পেলেন নুজেন, সেল্তা ভিগোর সঙ্গে ম্যাচের পর তিনি পেয়েছেন মেসি ও বার্সেলোনার অন্য খেলোয়াড়দের দর্শন। সবটাই আয়োজন করেছিল বার্সেলোনা কর্তৃপক্ষ।

নুজিন ও তাঁর বোন নাসরিন, শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল জার্মানির কোলন শহরে। সেখান থেকে তাঁর আগ্রহের কথা জানতে পেরেই ক্লাব কর্তৃপক্ষ দুই বোনকে আমন্ত্রণ জানায় ন্যু ক্যাম্পে। সেল্তা ভিগোর সঙ্গে ম্যাচটি দেখার সুযোগের পাশাপাশি ক্লাব প্রেসিডেন্ট, শীর্ষ কর্মকর্তা ও অনেক খেলোয়াড়ের সঙ্গেই আলাপ হয় দুই বোনের। মেসি সম্পর্কে নুজিনের অনুভূতি, ‘মেসির চেহারাটা বাচ্চাদের মতো, দেখে মনেই হয় না বয়স ত্রিশের মতো। সে খুবই লাজুক।’ মেইল অনলাইনমন্তব্য