kalerkantho


শ্রীলঙ্কার সামনে বড় সুযোগ

১৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০এই বছরে ফল হয়েছে এমন ২৭টি ওয়ানডে খেলেছে শ্রীলঙ্কা, জিতেছে এর ভেতর মাত্র পাঁচটিতে। সব মিলিয়ে হতাশার একটি বছর তো বটেই, তবে শেষ কটা দিনে আশার আলো আছে তাদের সামনে। ভারতের সঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতায় শ্রীলঙ্কা, সিরিজে খেলছেন না মধুচন্দ্রিমায় থাকা বিরাট কোহলি। বিশাখাপত্তনমে শেষ ওয়ানডেটা জিততে পারলেই তো ভারতের মাটিতে প্রথম কোনো সিরিজ জয়ের গৌরব অর্জন করবে হতশ্রী চেহারার এই দলটাই।

সিরিজের প্রথম ম্যাচে ভারতের টপ অর্ডারকে অল্পতেই গুঁড়িয়ে দিয়ে এক শর নিচে অল আউট করে দেওয়ার শঙ্কা জাগিয়েছিল শ্রীলঙ্কা, বিশেষ করে সুরঙ্গা লাকমল। ধর্মশালায় ১৩ রানে নিয়েছিলেন ৪ উইকেট। কিন্তু পরের ম্যাচটিতেই রোহিত শর্মার তৃতীয় ডাবল সেঞ্চুরির বিস্ফোরণে সব বোলারই হয়েছেন নাজেহাল, লাকমলও ১০ ওভারে দেন ৭১ রান! বিশাখাপত্তনমে রোহিত না লাকমল, কে দলকে জেতাবেন সেটাই প্রশ্ন। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজে কানপুরের ম্যাচে আর চলতি সিরিজের প্রথম ম্যাচে; দেখা গেছে একবার ভাঙন শুরু হলে সেটা রোখার মতো কেউ মিডল অর্ডারে নেই। এবার তো কোহলিও নেই। সেটাই হতে পারে শ্রীলঙ্কার সেরা সুযোগ। তবে ভারতের ব্যাটসম্যানদের চড়ে বসতে দিলে কী হতে পারে, সেটা তো চণ্ডীগড়ে দেখেই ফেলেছেন থিসারা পেরেরারা। ক্রিকইনফোমন্তব্য