kalerkantho


এবার নায়ক বেনতেকে

১৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০এবার নায়ক বেনতেকে

খলনায়কই হয়ে গিয়েছিলেন ক্রিস্তিয়ান বেনতেকে। বোর্নমাউথের বিপক্ষে আগের ম্যাচে মিস করেছিলেন শেষ মিনিটের পেনাল্টি। ম্যাচটা ড্র হয় ২-২ গোলে। সেই হতাশা পেছনে ফেলে এবার নায়ক ক্রিস্টাল প্যালেসের এই ফরোয়ার্ড। গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির বিপক্ষে ৩-০ গোলের জয়ে লক্ষ্য ভেদ করেছেন একবার, অ্যাসিস্টও ছিল একটি। লিস্টারের মাঠে ১৯ মিনিটে বেনতেকের গোলে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। ৪০ মিনিটে উইলফ্রায়েড জাহা লক্ষ্য ভেদ করেন তাঁরই পাসে। বিরতির আগে দুই গোল হজম করা লিস্টার ৬১ মিনিটে পরিণত হয় ১০ জনের দলে। জন্মদিনে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উইলফ্রায়েড নিদি। এরপর আর ম্যাচে ফেরা হয়নি লিস্টারের। উল্টো ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে বাকারি সাকোর গোলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টাল প্যালেস। এই জয়ে ১৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে উঠে এলো তারা। ১৮ ম্যাচে ২৬ পয়েন্ট পাওয়া লিস্টার রয়েছে ৮ নম্বরে। এএফপিমন্তব্য