kalerkantho


দাবায় শীর্ষে সাইফ

১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : প্রিমিয়ার দাবায় পাঁচ খেলার সবগুলো জিতে ১০ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং।

কাল তারা ৩.৫-০.৫ পয়েন্টে হারিয়েছে শেখ রাসেল চেস ক্লাবকে। পাঁচ খেলায় সমান ৯ পয়েন্ট যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছে বেঙ্গল গ্রুপ চেস ক্লাব ও বাংলাদেশ নৌবাহিনী। কাল নৌবাহিনী ৩-১ পয়েন্টে হারিয়েছে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবকে। এই রাউন্ডে বিরতি ছিল বেঙ্গলের।মন্তব্য