kalerkantho


সংক্ষিপ্ত

ক্রোর পাশে টেলর

১২ ডিসেম্বর, ২০১৭ ০০:০০বেড়ে উঠেছেন মার্টিন ক্রোকে আদর্শ করে। ক্যারিয়ারের একটা পর্যায়ে রস টেলরের মেন্টরও ছিলেন এই কিউই কিংবদন্তি। টেস্ট সেঞ্চুরিতে গতকাল নিজের শৈশবের নায়কের পাশে বসে বসলেন টেলর। নিউজিল্যান্ডের হয়ে দুজনেরই সেঞ্চুরি যৌথ সর্বোচ্চ ১৭টি। সমান ১৭ সেঞ্চুরি আছে কেন উইলিয়ামসনেরও। গতকাল হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিন টেলরের হার না মানা ১০৭-এ ৮ উইকেটে ২৯১ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় রেকর্ড ৪৪৪ রান। জবাবে ২ উইকেটে ৩০ রানে তৃতীয় দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৪১৪ রানে পিছিয়ে থাকায় এই ম্যাচ বাঁচাতে অভিনব কিছু করতে হবে ক্যারিবীয়দের। ক্রেগ ব্রাথওয়েট ১৩ ও শাই হোপ অপরাজিত ১ রানে। ক্রিকইনফোমন্তব্য