kalerkantho


কলকাতায় ম্যারাডোনা

১২ ডিসেম্বর, ২০১৭ ০০:০০২০০৮ সালে প্রথমবার কলকাতা এসেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। গভীর রাতেও রাস্তার বাইরে মশাল নিয়ে তাঁকে স্বাগত জানান কয়েক হাজার ভক্ত, যা দেখে বিস্মিত হয়েছিলেন রীতিমতো। গত পরশু আবারও কলকাতায় এলেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। তবে এবার তাঁকে ঘিরে উচ্ছ্বাসে ভাসল না কলকাতা। সাংবাদিক আর আয়োজকদের কজনই ছিলেন বিমানবন্দরে। তিন দিনের এই সফরে গতকাল ব্যস্ত সময় কাটিয়েছেন ম্যারাডোনা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে উন্মোচন করেছেন নিজের মোমের মূর্তি। সন্ধ্যায় গিয়েছিলেন ফ্যানাটিক স্পোর্টস জাদুঘরে। আজ বারাসাতে ভারতীয় সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির দলের বিপক্ষে ৪০ মিনিটের প্রদর্শনী ম্যাচে মাঠে নামার কথা ম্যারাডোনার। পিটিআইমন্তব্য