kalerkantho


নির্বাসিত রাশিয়া

৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রুশদের ডোপ নেওয়ার শাস্তি শুধু বাড়ছেই। রিও অলিম্পিকে তাঁদের বিশাল বহর ছেঁটে ফেলা হয়েছিল। শীতকালীন অলিম্পিকে তাঁদের খেলতেই দেওয়া হচ্ছে না। আগামী ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় হবে এই অলিম্পিক। তাতে রাশিয়ার অংশগ্রহণ থাকবে না বলে চূড়ান্ত রায় দিয়ে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (ওআইসি)। গত শীতকালীন অলিম্পিক বসেছিল রাশিয়াতেই। সোচির সে আসরেই রুশদের ডোপ নেওয়ার অভিযোগ সবচেয়ে বেশি। সে সময়ের ক্রীড়ামন্ত্রী ভিতালি মুতকোকেও আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ওআইসি। দক্ষিণ কোরিয়ার আসরে শর্তসাপেক্ষে অবশ্য অংশ নিতে পারবেন রুশরা। শর্ত হলো তাঁরা রাশিয়ার পতাকা নিতে পারবেন না, খেলতে হবে অলিম্পিকের পতাকা নিয়ে। এএফপিমন্তব্য