kalerkantho


সংক্ষিপ্ত

এনামুলের টানা দ্বিতীয়

৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০এনামুলের টানা দ্বিতীয়

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় দাবার শিরোপা নির্ধারণী প্লে-অফের দুটি গেমই জিতে শিরোপা ধরে রাখলেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন। সাদা ঘুঁটি নিয়ে প্রথম গেম জেতার পর দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বিতীয় গেমেও হারিয়েছেন তিনি গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিবকে। গত সাত বছরের মধ্যে এনামুলই প্রথম যিনি টানা দুই বছর জাতীয় চ্যাম্পিয়ন হলেন। সব মিলিয়ে এটি তাঁর চতুর্থ শিরোপা। এনামুল নিজেও শিরোপা ধরে রাখতে পারাটাকেই দেখছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে, ‘জাতীয় দাবা এখন অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সে কারণেই টানা দুই বছর চ্যাম্পিয়ন থাকাটা অনেক বড় ব্যাপার। প্লে-অফে রাকিবের রেকর্ড বরাবরই ভালো। তবে আজ প্রথম গেম জেতার পর আমার কাজটা সহজ হয়ে যায়।’ হাড্ডাহাড্ডি লড়াইয়ে দ্বিতীয় গেমের একপর্যায়ে ড্র-ও প্রস্তাব করেছিলেন এনামুল, তাতে রাকিবের কোনো লাভ হতো না বলে শেষ চেষ্টা চালিয়েছেন। কিন্তু জিতেছেন এনামুলই। টুর্নামেন্টের ১৩ রাউন্ডে সমান ১১ পয়েন্ট ছিল দুজনের। দুজনের মুখোমুখি খেলাও ছিল ড্র। শেষ পর্যন্ত প্লে-অফেই শিরোপার নিষ্পত্তি।মন্তব্য