kalerkanthoটপ অব দ্য ডে

১৮ নভেম্বর, ২০১৭ ০০:০০টপ অব দ্য ডে

বিস্ফোরক ব্যাটিংয়ে নিজের প্রথম ম্যাচেই রাজশাহী কিংসের জয়ের নায়ক জাকির হাসান। সিলেট সিক্সার্সের বিপক্ষে মিরপুরে রাজশাহীর কালকের ম্যাচটি ছিল তাঁর এবারের বিপিএলে প্রথম। জাকির সেটি রাঙিয়ে নিয়েছেন হার না মানা বিধ্বংসী হাফসেঞ্চুরিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে। ৫১* রানের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৪টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কায়। রাজশাহী কিংসের বড় জয়ে স্বভাবত ম্যাচসেরাও হয়েছেন জাকির।মন্তব্য