kalerkantho


দু-একদিনের মধ্যেই আসছেন হাতুরাসিংহে

১৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : পদত্যাগ করলেও ঢাকায় আসছেন চন্দিকা হাতুরাসিংহে। তাঁর সঙ্গে যোগাযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেটি জানার পর থেকেই অবধারিত প্রশ্ন—কবে? সেটির উত্তরে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী নিশ্চিত করে বলছেন না কিছুই। গতকালও সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘দু-এক দিনের মধ্যেই এসে পড়বেন হাতুরাসিংহে।’

অবশ্য তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করার দিন বিসিবি সভাপতি নাজমুল হাসানও জানিয়েছিলেন, হাতুরাসিংহে ১৫ নভেম্বরের পর ঢাকায় ফেরার কথা বলেছেন তাঁকে। যদিও দক্ষিণ আফ্রিকা সফর শেষে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাঁকে। এরপরের যোগাযোগে অবশ্য বিসিবি হাতুরাসিংহের আর বাংলাদেশের কোচের চাকরিতে না ফেরার মনোভাবের বিষয়েও স্পষ্ট হয়েছে। তবে অস্পষ্ট রয়ে গেছে অনেক কিছুই। বিশেষ করে তাঁর পদত্যাগের কারণ নিয়ে এখনো ধোঁয়াশা আছে। ঢাকায় ফিরলে হাতুরাসিংহের সঙ্গে আলাপ করে সেটি বোঝার চেষ্টা করবে বিসিবি। পাশাপাশি খুব সম্ভবত আসছে শ্রীলঙ্কা হোম সিরিজ পর্যন্ত অন্তত তাঁকে দায়িত্ব পালন করে যাওয়ার অনুরোধও করা হবে।মন্তব্য