kalerkantho


জাতীয় ‘বি’ দাবা

১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের সপ্তম রাউন্ড শেষে সমান ৬ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন ছয় দাবাড়ু। তাঁরা হলেন ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার মেহেদী হাসান, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, ইকরামুল হক ও চঞ্চল কুমার ঘোষ। কাল মেহেদী আন্তর্জাতিক মাস্টার শামিমা আক্তারকে, মাহফুজ ফিদে মাস্টার ফাহাদ রহমানকে, ইকরামুল মিহির লাল দাসকে ও চঞ্চল হারিয়েছেন এস এম স্মরণকে। এদিন খন্দকার আমিনুলের সঙ্গে ড্র করেছে নাসির আহমেদ। টুর্নামেন্ট সাড়ে ৫ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীস্থানে আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান, সোহেল চৌধুরী ও শওকত হোসেন।মন্তব্য