kalerkantho


এবার বিশাল ব্যবধানে জিতল যুবারা

১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : যুব এশিয়া কাপে স্বাগতিক মালয়েশিয়াকে ২৬২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে তৌহিদ হৃদয়ের সেঞ্চুরিতে ৩৩৫ রান তোলে অনূর্ধ্ব-১৯ দল। এই রানপাহাড় ডিঙাতে গিয়ে স্বাগতিক মালয়েশিয়া অলআউট হয়েছে ৭৩ রানে। টুর্নামেন্টে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় জয়।

প্রথম ম্যাচে নেপালকে ২ উইকেটে হারিয়েছিল যুবারা। কুয়ালালামপুরে কাল টস জিতে ব্যাটিং নেওয়ার পর ওপেনাররা প্রত্যাশা মেটাতে পারেননি। পিনাক ঘোষ ১২ ও নাইম শেখ আউট হয়েছেন ১৩ রানে। ওয়ানডাউনে নামা অধিনায়ক সাইফ হাসানের সঙ্গেই চার নম্বরে নামা তৌহিদের বড় জুটি। সাইফ ১০৩ বল খেলে ৯০ রানে আউট হয়েছেন, তৌহিদ ৭ চার ও ৪ ছয়ে ১২০ বলে খেলেছেন সমান রানের ইনিংস। মিডল অর্ডারে আমিনুল ইসলামের ১৭ বলে খেলা ৩৯ রানের ঝোড়ো ইনিংস বাংলাদেশকে এই বড় সংগ্রহ এনে দিয়েছে। মালয়েশিয়ার ব্যাটিংয়ে একমাত্র অধিনায়ক বিরানদ্বীপ সিং ছাড়া বলার মতো ইনিংস নেই কারো। বিরানদ্বীপ ১৩০ বলে ৪৬ রানের ইনিংসে লড়াইয়ের চেষ্টা চালিয়ে গেছেন। বাংলাদেশের হয়ে শাখাওয়াত হোসেন নিয়েছেন ৩ উইকেট, ২ উইকেট আলিফ হোসেনের। ক্রিকবাজমন্তব্য