kalerkantho


বরখাস্ত শেকসপিয়ার

১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ওয়েস্ট ব্রমের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর কোচ ক্রেইগ শেকসপিয়ারকে বরখাস্ত করেছে লিস্টার সিটি। গত মৌসুমে ক্লাউদিও রানিয়েরি মৌসুমের মাঝপথে বরখাস্ত হওয়ার পর অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব নিয়ে দলকে অবনমন অঞ্চল থেকে তুলে ১২তম করেছিলেন শেকসপিয়ার। তাই এই মৌসুমেও তাঁর ওপর আস্থা রেখেছিল ক্লাব। কিন্তু ৮ ম্যাচে মাত্র ১ জয়ে পয়েন্ট তালিকার ১৮তম স্থানে নেমে যাওয়ায় কোচ পরিবর্তনের পথেই হাঁটল লিস্টার। নতুন কোচ হিসেবে স্যাম অ্যালারডাইস ও রবার্তো মানচিনির নাম শোনা যাচ্ছে। গার্ডিয়ানমন্তব্য