kalerkantho


টপ অব দ্য ডে

১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০টপ অব দ্য ডে

কিং পাওয়ার স্টেডিয়ামের দুঃখ মেটাতে পারল না লিস্টার সিটি। নিজেদেরই মাঠে ১৯৯৪ সালের পর ওয়েস্ট ব্রোমকে কখনো হারাতে পারেনি তারা! গত পরশু তো হারতেই বসেছিল। প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ৭৯ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল ১-০ গোলে। তবে ম্যাচ শেষের ১০ মিনিট আগে গোল করে হার এড়িয়েছেন রিয়াদ মাহারেজ। ১-১ সমতায় মাঠছাড়া লিস্টার পয়েন্ট টেবিলে এখন ১৮ নম্বরে।মন্তব্য