kalerkantho


কুইন্স ব্যাটন রিলে

১২ অক্টোবর, ২০১৭ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : আগামী এপ্রিলে অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে শুরু হচ্ছে ২১তম কমনওয়েলথ গেমস। সে উপলক্ষে কমনওয়েলথভুক্ত দেশগুলোতে এই মুহূর্তে চলছে কুইন্স ব্যাটন রিলে। ক্যারি লি থম্পসনের নেতৃত্বে সেই দলের চার সদস্য গত ৯ অক্টোবর বাংলাদেশে আসেন। বাংলাদেশের কৃতী ক্রীড়াবিদরা অংশ নিয়েছেন তাঁদের সঙ্গে এই রিলেতে। কাল শেষ দিনে রিলে দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট জাদুঘর পরিদর্শন করে। এ সময় আদমজী ক্যান্টনম্যান্ট ও শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস স্কুলের শিক্ষার্থীরা তাদের সঙ্গে ছিল। আজ দুপুরে রিলে দল ঢাকা ছাড়বে।মন্তব্য