kalerkantho


জাল ছেঁড়া!

১২ অক্টোবর, ২০১৭ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : এত বড় আয়োজন। এশিয়ান হকির সেরা টুর্নামেন্ট, টিভির সুবাদে দেখছে সারা বিশ্ব। আর এই টুর্নামেন্টের গোলপোস্টের নেট ছেঁড়া! গতকাল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচে দেখা গেছে, জাল ভেদ করে বল চলে গেছে বাইরে। পাকিস্তানের প্রথম গোলে জালে বল ছিল না, বেরিয়ে গিয়েছিল বড় ফুটো দিয়ে। ৩০ মিনিটের বিরতির পর ম্যাচ অফিশিয়ালরা সেসব সারিয়েছেন। যার পেছনে কাঁড়ি কাঁড়ি অর্থ ব্যয় হচ্ছে সেই টুর্নামেন্টে এমন কাণ্ড!মন্তব্য