kalerkantho


প্রথম টেস্টে অনিশ্চিত তামিম ইকবাল

২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : তামিম ইকবালের বাঁ পায়ের পেশিতে ‘গ্রেড ওয়ান টিয়ার’ ধরা পড়েছে। গতকাল চোটগ্রস্ত পেশিতে স্ক্যান করানোর পর এ দুঃসংবাদ জেনেছেন বাঁহাতি ওপেনার। চিকিত্সাশাস্ত্র মতে এ জাতীয় চোট সারতে সাত থেকে দশ দিন সময় লাগে। সে ক্ষেত্রে ২৮ তারিখ শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে তামিমকে ছাড়াই নামতে হতে পারে বাংলাদেশ দলকে।

দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের চতুর্থ ওভারেই পেশির চোট নিয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল। গতকাল সকালে টেলিফোনে জানিয়েছেন, ‘বুঝতে পারছি না চোট কতটা গুরুতর। একটু পরেই স্ক্যান করাতে যাব। রিপোর্ট হাতে পেলে বুঝতে পারব।’ স্থানীয় সময় বিকেলে রিপোর্ট হাতে পাওয়ার পর জেনেছেন চোটের মাত্রা এবং এ থেকে সেরে ওঠার সময়কাল। ন্যূনতম সাত দিনও যদি লাগে সুস্থ হতে, তাতে প্রথম টেস্টে তামিমের নামার সুযোগ নেই। যদিও তিনি নিজে অর্ধেক আশাবাদী, ‘বলতে পারেন ফিফটি-ফিফটি। সবটাই নির্ভর করছে আমি কতটা দ্রুত সেরে উঠতে পারি। আগামী দু-একদিনের মধ্যে বুঝতে পারব কতটা দ্রুত সেরে উঠছি।’মন্তব্য