kalerkantho


২০২৪ প্যারিস, ২০২৮ লস অ্যাঞ্জেলেস

১৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০এমনটা আর হয়নি কখনো। একই দিনে দুটি অলিম্পিক ভেন্যুর নাম কোনো দিন ঘোষণা করেনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। লিমায় নতুন ইতিহাস হল গতরাতে। একই সঙ্গে ২০২৪ সালের অলিম্পিক আয়োজক হিসেবে প্যারিস আর ২০২৮ সালের স্বাগতিক হিসেবে লস অ্যাঞ্জেলেসের নাম ঘোষণা করল আইওসি। তাই উৎসবে ভাসছে শহর দুটির মানুষ। ২০২৪ সালের আয়োজক হতে মূল লড়াইটা ছিল প্যারিস আর লস অ্যাঞ্জেলেসের। পরে নিজেদের মধ্যে সমঝোতায় আলাদা সময়ে অলিম্পিকের আয়োজক হতে রাজি হয় তারা। এটাকে প্যারিসের কাছে হার মানছেন না লস অ্যাঞ্জেলেসের ২০২৮ বিড প্রধান কেসি ওয়াসেরম্যান, ‘আমার মতে দুই শহরের দুইবার আয়োজক হওয়াটা অসাধারণ। আমরা বুধবার রাতে উৎসব করব।’ উৎসব করছে প্যারিসও। সবশেষ ফ্রান্সের রাজধানীতে অলিম্পিক হয়েছিল ১৯২৪ সালে। ১৯৯২, ২০০৮ ও ২০১২ সালের আয়োজক হতে বিড করলেও কাজ হয়নি তাতে। আর লস অ্যাঞ্জেলেসে সবশেষ অলিম্পিক হয়েছিল ১৯৮৪ সালে। এএফপিমন্তব্য