kalerkantho


বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ

১৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : প্রথমবার বিপিএল নিলামে অংশগ্রহণ নিয়ে সর্বোচ্চ প্রস্তুতিই নিয়েছে রংপুর রাইডার্স। পুরনো এ ফ্র্যাঞ্চাইজির নতুন মালিক বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের নির্দেশে তৈরিও হয়েছিল নিলামে অংশগ্রহণকারী রংপুর প্রতিনিধিদের ব্লেজার। কিন্তু ১৬ সেপ্টেম্বরের সে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না দলটির অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

‘খুব খারাপ লাগছে অকশনে থাকতে পারছি না বলে। কিন্তু জাতীয় লিগে খেলাটা আমার জন্য জরুরি। এ জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই রংপুরের মালিককে। উনার সঙ্গে কাল (পরশু) ফোনে কথা হয়েছিল। উনাকে বলেছি যে, দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতির জন্যই আমার ম্যাচটা খেলা জরুরি। উনি চাইলে আপত্তি করতে পারতেন, কিন্তু করেননি আমার এবং দেশের কথা ভেবে। এমন মানসিকতার জন্য উনাকে ধন্যবাদ’, গতকাল মিরপুর স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলনের পর জানিয়েছেন মাশরাফি।মন্তব্য