kalerkantho


জুনিয়র টিটি

১৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : জাতীয় জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আগামীকাল থেকে। ঢাকায় প্রথম দুটি আসরের পর সর্বশেষ চ্যাম্পিয়নশিপ হয়েছিল দিনাজপুরে। এবার আবার টুর্নামেন্ট ফিরছে ঢাকায়। অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের এই আসরে ছেলে ও মেয়েদের ৫টি ইভেন্টে অংশ নেবেন মোট ১৮০ জন খেলোয়াড়। ইভেন্টগুলো হলো বালক একক ও দ্বৈত, বালিকা একক ও দ্বৈত এবং বালক-বালিকা দলগত। পল্টন উডেন ফ্লোর জিমনেসিয়ামে কাল টুর্নামেন্টের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী ১৭ সেপ্টেম্বর হবে ফাইনাল।মন্তব্য