kalerkantho


শ্রীলঙ্কার বিশ্বকাপ চ্যালেঞ্জ

২০ আগস্ট, ২০১৭ ০০:০০শ্রীলঙ্কার বিশ্বকাপ চ্যালেঞ্জ

সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে তো শ্রীলঙ্কা? নাকি খেলতে হবে বাছাই পর্ব। উত্তর পাওয়া যাবে আজ থেকে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে। ৮৮ পয়েন্ট নিয়ে লঙ্কানরা এখন ৮ নম্বরে। ৯-এ থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭৮। ভারতকে দুই ম্যাচ হারালে শ্রীলঙ্কার পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৯০। সে ক্ষেত্রে ৩০ সেপ্টেম্বরের আগে র্যাংকিংয়ের সেরা আটে থেকে বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে ’৯৬-এর চ্যাম্পিয়নদের। তবে এক ম্যাচ জিতলে শঙ্কা থাকবে বাছাই পর্বের বৃত্তবন্দি হওয়ার। কেননা আয়ারল্যান্ড আর ইংল্যান্ডের বিপক্ষে হতে যাওয়া ছয় ওয়ানডের সবগুলো জিতলে ওয়েস্ট ইন্ডিজেরও পয়েন্ট হবে ৮৮। তখন শ্রীলঙ্কার সমান ৮৮ পয়েন্ট হলেও ভগ্নাংশে এগিয়ে থাকায় সরাসরি বিশ্বকাপে যাবে ক্যারিবীয়রা। তবে আয়ারল্যান্ডের সঙ্গে হারলে ৯ নম্বরেই থাকবে ওয়েস্ট ইন্ডিজ।

এবারের সিরিজে দলে জায়গা ধরে রাখার চ্যালেঞ্জ মহেন্দ্র সিং ধোনিরও। গত ক্যারিবিয়ান সিরিজের একটি ম্যাচে ১০৮ বলে সেঞ্চুরি করায় সমালোচিত ধোনি। বিশ্বকাপে তাঁর জায়গায় ঋশভ পান্টকে খেলানোর পক্ষে অনেকে। তাই দলে জায়গা ধরে রাখতে শ্রীলঙ্কায় নিজেকে প্রমাণ করতে হবে ভারতীয় সাবেক অধিনায়কের। ক্রিকইনফোমন্তব্য