kalerkanthoচোটই পেয়েছিলেন বোল্ট

১৯ আগস্ট, ২০১৭ ০০:০০রূপকথার হয়নি শেষটা। ১০০ মিটার স্প্রিন্টে ব্যর্থতার পর উসাইন বোল্ট দৌড় শেষ করতে পারেননি ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে। হঠাৎ চোট পেয়ে শুয়ে পড়েন ট্র্যাকেই। অসহায় দৃষ্টিতে দেখছিলেন তাঁকে পেছনে ফেলে অন্যদের সামনে এগিয়ে যাওয়া। এর পরই ওঠে গুঞ্জনটা, হেরে যাচ্ছেন দেখেই কি লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপে এমন অভিনয় করেছেন বোল্ট? কারণ শেষ ল্যাপে ব্যাটন নেওয়ার সময় তিনি ছিলেন তিন নম্বরে। অভিযোগটা উড়িয়ে দিয়ে  টুইটারে নিজের মেডিক্যাল রিপোর্ট তুলে ধরেছেন বোল্ট। তাঁর ক্ষোভ, ‘আমি কখনই মেডিক্যাল রিপোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দিইনি, এবার দিতে হলো। রিপোর্টই বলছে হ্যামস্ট্রিংয়ের চোটে তিন মাস বিশ্রাম নিতে হবে আমাকে। ভক্তদের সঙ্গে প্রতারণা করিনি কখনো। জীবনের শেষ রেসে সেটা করবই বা কেন? সবাইকে ধন্যবাদ, আমার পাশে থাকার জন্য।’ এপিমন্তব্য