kalerkantho


শুমাখারের মেয়েও...

১৩ আগস্ট, ২০১৭ ০০:০০শুমাখারের মেয়েও...

ফর্মুলা ওয়ান কিংবদন্তি মাইকেল শুমাখার এখনো লড়ছেন মৃত্যুর সঙ্গে। ২০১৩ সালে আল্পসে দুর্ঘটনায় পড়ার পর থেকে ছিলেন কোমায়। কোমা থেকে বের হলেও বিছানা ছাড়তে পারেননি এখনো। তবে জীবন থেমে থাকে না। শুমাখারের মেয়ে জিনা মারিয়া নাম লিখিয়েছেন ইকুসট্রায়ানে। ২০ বছর বয়সী মারিয়া দেখতে অনেকটা বাবার মতোই। সুইজারল্যান্ডে গত পরশু জিনা মারিয়া অংশ নিয়েছিলেন ওয়ার্ল্ড রেইনিং চ্যাম্পিয়নশিপে। ঘোড়া নিয়ে অসাধারণ প্রদর্শনীতে এ অপেশাদার খেলোয়াড় মনও ভরিয়েছেন ভরা গ্যালারির দর্শকদের। শুমাখারের মেয়েকে একনজর দেখতেই মূলত বিক্রি হয়ে যায় সব টিকিট। মারিয়াকে উত্সাহ দিতে তাঁর মা, ভাইসহ উপস্থিত ছিল পরিবারের অন্যরাও। এপিমন্তব্য