kalerkanthoফ্লপ অব দ্য ডে

২১ মার্চ, ২০১৭ ০০:০০ফ্লপ অব দ্য ডে

আগের টেস্টে ভারতের সমতা ফেরানো জয়ের অন্যতম রূপকার ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। বেঙ্গালুরুর ওই ম্যাচে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস গুঁড়িয়ে দিয়েছিলেন মাত্র ১১২ রানে। রাঁচিতে অবশ্য সেই চেনা অশ্বিনকে দেখা যায়নি একদমই। প্রথম ইনিংসে ১১৪ রানের চড়া মূল্য দিয়ে নিয়েছিলেন একটি উইকেট। অস্ট্রেলিয়ার দ্বিতীয়  ইনিংসেও একটি উইকেট নিয়েছেন তিনি ৭১ রান খরচায়। ভারতও পারেননি ম্যাচটি জিততে।মন্তব্য