kalerkanthoটপ অব দ্য ডে

১৮ মার্চ, ২০১৭ ০০:০০টপ অব দ্য ডে

বাংলাদেশের শততম টেস্টে শতরানের আনন্দে ভাসলেন সাকিব আল হাসান। অথচ আগের দিন শেষ মুহূর্তে শুরু থেকে চড়াও হয়ে ব্যাট চালানোয় বিস্তর সমালোচনা শুনতে হয়েছে তাঁকে। সেই তিনি বাংলাদেশের শততম টেস্টে প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার নায়ক। বদলানো ব্যাটিংয়ে পি সারায় খেলেছেন ১১৬ রানের দারুণ এক ইনিংস। এটা তাঁর পঞ্চম টেস্ট সেঞ্চুরি, ১৫৯ বলে ১০টি চারে এটি সাজিয়েছেন সাকিব।মন্তব্য