kalerkantho


ফ্লপ অব দ্য ডে

১৫ মার্চ, ২০১৭ ০০:০০ফ্লপ অব দ্য ডে

চোটের জন্য মাসখানেক কোর্টের বাইরে ছিলেন সিমোনা হালেপ। এর পরও মেয়েদের টেনিস র্যাংকিংয়ে ৪ নম্বর জায়গাটা ধরে রেখেছেন তিনি। চোট কাটিয়ে ফেরাটা অবশ্য স্মরণীয় হলো না। ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে তৃতীয় রাউন্ডে হেরে গেছেন গত পরশু। ফরাসি ক্রিস্টিনা ম্লাডেনোভিকের কাছে এই রোমানিয়ান হেরেছেন ৩-৬, ৩-৬ গেমে। নিজের সেই আগুনে গতির সার্ভ কিংবা দুর্দান্ত রিটার্নের ছিটেফোঁটাও ছিল না হালেপের টেনিসে।মন্তব্য