kalerkantho


কোহলিকে হতাশাগ্রস্ত লাগছে জনসনের

১৩ মার্চ, ২০১৭ ০০:০০কোহলিকে হতাশাগ্রস্ত লাগছে জনসনের

পুনে টেস্ট শেষ হয়ে গেছে আড়াই দিনে। প্রথম ঘণ্টা থেকে বল যেভাবে ঘুরছিল তাতে অসন্তুষ্টি জানিয়েছে খোদ আইসিসি। বেঙ্গালুরুতেও ব্যাটসম্যানদের চেয়ে বেশি দাপট ছিল স্পিনারদের। তবে এবার আর পিচের সমালোচনা করেনি আইসিসি। তবে এ ধরনের উইকেটে ভারত-অস্ট্রেলিয়ার সিরিজ আশা করেননি অস্ট্রেলিয়ান সাবেক ওপেনার ম্যাথু হেইডেন। দুই টেস্টের পিচকেই নিম্নমানের মনে হয়েছে তাঁর, ‘দুটি টেস্টই হয়েছে বাজে পিচে, যা বিস্ময়কর। ভারতের উইকেটে শেষ দিকে বল টার্ন করবেই। এমন পিচে দুর্দান্ত ক্রিকেট খেলার সামর্থ্য আছে ভারতের। অথচ ওরা এমন উইকেট বানাল যেখানে প্রথম ইনিংসে ৮ উইকেট পেয়েছে লিয়ন।’

খেলোয়াড়ি জীবনে মিচেল জনসন বেশ কয়েকবারই দ্বন্দ্বে জড়িয়েছেন কোহলির সঙ্গে। ২০১৪-১৫ মৌসুমে জনসনকে ভোঁতা করে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চার টেস্ট সেঞ্চুরি করেছিলেন কোহলি। একটি টেস্টে মেজাজ হারিয়ে কোহলির গায়ে বলও ছুড়ে মেরেছিলেন জনসন। এরপর সংবাদ সম্মেলনে কোহলি ক্ষোভ জানিয়ে বলেছিলেন, ‘ওর প্রতি কোনো সম্মান নেই আমার।’ অবসর নিলেও কোহলিকে খোঁচাতে ছাড়ছেন না অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার। গতকাল জনসন ‘ফক্সস্পোর্টস’-এ লেখা ব্লগে ভারতীয় অধিনায়ককে উল্লেখ করেছেন ‘হতাশাগ্রস্ত’ হিসেবে। পাশাপাশি সতর্কও করে দিয়েছেন কোহলিকে, ‘ও কিছুটা হতাশাগ্রস্ত কেননা এখন পর্যন্ত সিরিজে রান করতে পারেনি। বেঙ্গালুরুতে দেখেছি প্রায় প্রত্যেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে আউট হওয়ার পর সেন্ড অফ (বেরিয়ে যাওয়ার ইঙ্গিত) করছিল ও। ক্যামেরা সব সময় ওর দিকে তাক করা থাকে, এ জন্য সতর্ক হওয়া উচিত। আমিও খেলোয়াড়ি জীবনে আক্রমণাত্মক ছিলাম, তবে ক্যামেরা নিয়ে সতর্ক থাকতাম।’ পিটিআইমন্তব্য