kalerkantho


আইসিসির সমালোচনা দু প্লেসিসের

১৩ মার্চ, ২০১৭ ০০:০০আইসিসির সমালোচনা দু প্লেসিসের

রোমাঞ্চের পসরা সাজানোই ছিল। ১৯১ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা, হাতে ৪ উইকেট। গতকাল শেষ দিন লিডটা ২৫০ করে জয়ের স্বপ্ন দেখছিল তারা। তাদের দ্রুত অলআউট করতে পারলে ম্যাচ জেতার সম্ভাবনা ছিল নিউজিল্যান্ডেরও। কিন্তু ডানেডিনে শেষ দিনের রোমাঞ্চটা ভেসে গেল বৃষ্টিতে। একটিও বল মাঠে না গড়ানোয় নিষ্প্রাণ ড্র হলো প্রথম টেস্ট। হতাশার পাশাপাশি নিজের ক্ষোভটাও লুকাননি প্রোটিয়া অধিনায়ক। দ্বিমুখী আচরণের জন্য একহাতই নিয়েছেন আইসিসিকে। তাঁর অভিযোগ বেঙ্গালুরু টেস্টে ডিআরএস নিয়ে বিতর্কে জড়ানোর পর শাস্তি পাওয়া উচিত ছিল ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আর অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথের। রিভিউ নেওয়ার আগে ড্রেসিংরুমে তাকানোটাকে ‘ব্রেন ফেড’ বলে এড়িয়ে গেছেন স্মিথ। আর কোহলি তাঁকে ঘুরিয়ে বলেছিলেন ‘প্রতারক’। গত বছর অস্ট্রেলিয়া সফরে চুইংগাম চিবানোর সময় বলে মুখের লালা লাগানোয় জরিমানা করা হয়েছিল দু প্লেসিসকে। তাঁর চোখে সেই তুলনায় বড় অপরাধ করেও পার পেয়েছেন কোহলি ও স্মিথ, ‘সত্যি বলতে অবাকই হয়েছি আমি। বিশেষ করে এ জন্য যে, অস্ট্রেলিয়ায় আমি যা করেছি সেটা আমার চোখে এর চেয়েও ছোট অপরাধ। আইসিসি আমার বেলায় বেশি কঠোর ছিল। এমন কিছু যখন ঘটে (কোহলি-স্মিথের ঘটনা), আপনি আশা করবেন আইসিসি একই রকম আচরণ করবে। কিন্তু সেটা হয়নি।’

কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন উদ্বিগ্ন নিজের দল নিয়ে। চোটের জন্য পরের টেস্টে ছিটকে গেছেন মিডল অর্ডারের স্তম্ভ রস টেলর। ট্রেন্ট বোল্টের খেলাটাও অনিশ্চিত। গতকাল টেলরের বদলে দলে নেওয়া হয়েছে নেইল ব্রুমকে। ক্রিকইনফোমন্তব্য