kalerkantho


মিলানকে হারাল জুভেন্টাস

১২ মার্চ, ২০১৭ ০০:০০মিলানকে হারাল জুভেন্টাস

এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে ১১ পয়েন্ট ব্যবধান গড়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকল জুভেন্টাস। ২৮ ম্যাচ থেকে তাদের ৭০ পয়েন্ট, এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট রোমার। শীর্ষে থেকেই মঙ্গলবার পোর্তোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ফিরতি লেগে নামবে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। এফএ কাপে মিডলসবরোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে ম্যানচেস্টার সিটি। বিবিসিমন্তব্য