kalerkantho


মিসবাহই অধিনায়ক

৭ মার্চ, ২০১৭ ০০:০০অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর নিজের শেষ দেখে ফেলেছিলেন মিসবাহ-উল হক। কিন্তু আগামী মে মাসে ৪৩ বছরে পা রাখতে চলা সেই মিসবাহই অধিনায়ক থাকছেন পাকিস্তান টেস্ট দলের। ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁর অধিনায়ক হওয়াটা নিশ্চিত করলেন পিসিবি প্রধান শাহরিয়ার খান, ‘মিসবাহর কাছে জানতে চেয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজে খেলতে পারবে কি না। ও নিশ্চিত করল খেলার ব্যাপারে। তাই ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়ক থাকছে মিসবাহই।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর সাবেক ক্রিকেটাররা দাবি জানিয়েছিলেন মিসবাহর অপসারণের। খোদ মিসবাহ পর্যন্ত দিয়েছিলেন অবসরের ইঙ্গিত। তবে পিএসএল শেষে অবসর না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মিসবাহ। শাহরিয়ার খানও নিশ্চিত করলেন এখনই শেষ হচ্ছে না মিসবাহর ক্যারিয়ার। পাকিস্তানের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক মিসবাহ। নিজের খেলা ৭২ টেস্টেও ৫৩টিরই নেতৃত্ব দিয়েছেন তিনি। তাতে পাকিস্তান জিতেছে ২৪ টেস্টে,হার ১৮ আর ড্র ১১ ম্যাচে। আগামী ২২ এপ্রিল থেকে বার্বাডোজে শুরু হবে তিন টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটি। পিটিআইমন্তব্য