kalerkanthoপিরামিডের দেশে মেসি

২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০পিরামিডের দেশে মেসি

হেপাটাইটিস সি ভাইরাসের চিকিৎসাসেবার জন্য মিসরকে বেছে নেওয়ার প্রচারণায় অংশ নিতে পিরামিডের দেশে গিয়েছিলেন লিওনেল মেসি। মিসরীয় একটি সংস্থা ‘ট্যুর অ্যান্ড কিউর’ এর সঙ্গে লিও মেসি ফাউন্ডেশনের উদ্যোগের অংশ হিসেবেই মেসির মিসর ভ্রমণ ও প্রচারণায় অংশ নেওয়া। ট্যুর অ্যান্ড কিউর ২০১৬ সালে প্রায় ১০ লাখ হেপাটাইটিস সি আক্রান্ত মানুষের সেবা করেছে। ভবিষ্যতেও আরো বেশি মানুষকে সারিয়ে তোলার পাশাপাশি রোগীরা যেন সুস্থ হয়ে প্রাচীন মিসরীয় সভ্যতার নিদর্শন ঘুরে দেখতে পারেন, সেই আমন্ত্রণই জানাচ্ছে সংস্থাটি। মার্কামন্তব্য