kalerkantho

সোমবার । ২০ ফেব্রুয়ারি ২০১৭ । ৮ ফাল্গুন ১৪২৩। ২২ জমাদিউল আউয়াল ১৪৩৮।


রোল বল বিশ্বকাপ শুরু আজ

১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : ৪০টি দেশের অংশগ্রহণে আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে রোল বল বিশ্বকাপ। বঙ্গবন্ধু স্টেডিয়াম চত্বরে ১১ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লক্সে এই আসর মেতে থাকবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

মিরপুর ক্রীড়া পল্লী, সুইমিং কমপ্লেক্স, সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স এবং বাফুফে ভবনে আবাসনের ব্যবস্থা হয়েছে খেলোয়াড়দের। কমপ্লেক্সে বসানো হয়েছে ২০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সোলার প্লান্ট। সব মিলিয়ে ২২ কোটি ২৫ লাখ টাকার এক বিশাল কমর্যজ্ঞ শেষে এই আসর শুরু হচ্ছে আজ থেকে। বিশ্বকাপের জন্য দুই মাসের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। খেলাটির চতুর্থ বিশ্বকাপ হচ্ছে এবার। পুনেতে অনুষ্ঠিত তৃতীয় আসরে প্রথম অংশ নেয় বাংলাদেশ এবং সেখানে অবস্থান ছিল সপ্তম। পুরুষ ও মহিলা দল মিলিয়ে মোট ৪০টি দেশ অংশ নিচ্ছে এবার। প্রতি গ্রুপে পাঁচটি করে দল রেখে আটটি গ্রুপে খেলা হবে। এরপর প্রতি গ্রুপের দুটি শীর্ষ দল যাবে শেষ ১৬-তে, তারপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল।


মন্তব্য