kalerkanthoদ্বিতীয় বিভাগ ফুটবল

১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে কাল ইস্টএন্ড ক্লাব ১-১ গোলে ড্র করেছে শান্তিনগর ক্লাবের সঙ্গে। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচের ৭ মিনিটে মোহাম্মদ শুভর গোলে এগিয়ে যায় ইস্টএন্ড। পিছিয়ে পড়ার ১০ মিনিটের মাথায় সমতায় ফেরে শান্তিনগর কনু মিয়ার গোলে। লিগে এই দুই দলেরই ৬ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থাকায় দশম স্থানে ইস্টএন্ড, পরের অবস্থানে শান্তিনগর। আজ শীর্ষে থাকা নবাবপুর ক্রীড়া চক্র মুখোমুখি হবে টঙ্গী ক্রীড়া চক্রের।মন্তব্য