kalerkanthoবাংলাদেশে ইউকের স্পোর্টস ডিগ্রি

১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশে প্রথমবারের মতো যুক্তরাজ্যের স্পোর্টস ডিগ্রি চালু করেছে বিএসি ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টার। এডেক্সেল ইউকের যে ডিগ্রিগুলো এ দেশে চালু করা হচ্ছে তা হলো এসএসসি বা ‘ও’ লেভেল সমমানের ফার্স্ট ডিপ্লোমা (এফডি), এইচএসসি বা ‘এ’ লেভেল সমমানের ন্যাশনাল ডিপ্লোমা (এনডি) এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের সমমানের হায়ার ন্যাশনাল ডিপ্লোমা (এইচএনডি)। এইএচএনডি সম্পন্ন করে বাংলাদেশ থেকে একজন শিক্ষার্থী ইউকের ডার্বি বিশ্ববিদ্যালয়ের অধীনে স্পোর্টস ম্যানেজমেন্টে বিএ অনার্স ডিগ্রি করতে পারবে অথবা ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ইউকেসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্রীড়াসংক্রান্ত বিষয়ে স্নাতক করতে পারবে।

কাল ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিষয়গুলো জানিয়েছেন বিএসি ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ড. এম হারুনুর রশিদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসির স্পোর্টস প্রগ্রামের হেড অব অপারেশন, সাবেক ক্রিকেটার দীপু রায় চৌধুরী, ওমর খালেদ রুমি, সাবেক অ্যাথলেট নজরুল ইসলাম রুমি, সাবেক টেনিস খেলোয়াড় খালেদ আহমেদ, ফুটবল কোচ মারুফুল হক, সাবেক ক্রিকেটার এহসানুল হক, চিকিৎস দেবাশীষ চৌধুরী ও ধারাভাষ্যকার অনুপম হোসেন।মন্তব্য