kalerkantho


শীর্ষে ওঠার হাতছানি প্রোটিয়াদের

৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০শীর্ষে ওঠার হাতছানি প্রোটিয়াদের

দাপটে ম্যাচ জিতেও ক্ষমা চাইলেন এবি ডি ভিলিয়ার্স! ‘পিংক ডে’তে জোহানেসবার্গের দর্শকদের চার ছয়ের আবদার যে মেটাতে পারেননি তাঁরা। উপায়ও ছিল না। সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা গুটিয়ে গিয়েছিল মাত্র ১৬৩ রানে। ৩২ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতে নেয় ৩-০ ব্যবধানে। স্তন ক্যান্সার সচেতনতা বাড়াতে গোলাপি জার্সিতে খেলা প্রোটিয়া অধিনায়ক এরপর জানালেন, ‘এমন গোলাপি দিনে আগের চারবার রান উত্সব হয়েছে। এবার চার-ছক্কার ফুলঝুরি না হওয়ায় আমরা দুঃখিত। ৩০০ না হলেও দর্শকরা যেভাবে ম্যাচটি উপভোগ করেছে সেটা অসাধারণ। পিচটা কঠিন ছিল। শ্রীলঙ্কা আর ১০০ রান বেশি করলে জেতা কঠিন হতো আমাদের।’

পাঁচ ম্যাচের বাকি দুটি জিতলে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে পৌঁছানোর হাতছানিও থাকছে দক্ষিণ আফ্রিকার। নিউজিল্যান্ডের কাছে ০-২ ব্যবধানে সিরিজ হারায় ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে অস্ট্রেলিয়া। লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে পারলে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে উঠে যাবে অস্ট্রেলিয়ার সমান ১১৮ পয়েন্ট থাকা দক্ষিণ আফ্রিকা। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত অস্ট্রেলিয়ার ওয়ানডে খেলার সূচি না থাকায় সহসা শীর্ষস্থান হারানোর শঙ্কাও থাকবে না প্রোটিয়াদের। গতকাল ২-০তে সিরিজ জিতে ভারতকে পেছনে ফেলে তিন নম্বরে উঠে এসেছে নিউজিল্যান্ড।

ওয়ান্ডারার্সে মৌমাছির আক্রমণে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার ম্যাচ বন্ধ ছিল ঘণ্টাখানেক। ২৭তম ওভারে বন্ধ হওয়া খেলা আবার শুরুর পর লঙ্কানরা গুটিয়ে যায় ১৬৩ রানে। নিরোসান ডিকওয়ালা করেছিলেন ৭৪ রান। ম্যাচসেরা ডোয়াইন প্রিটোরিয়াস নেন ৩ উইকেট। জবাবে এবি ডি ভিলিয়ার্সের অপরাজিত ৬০ রানের ইনিংসে ৩২ ওভারে ৭ উইকেটের জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। এছাড়া হাশিম আমলা ৩৪,জেপি দুমিনি ২৮* ও ফাফ দু’প্লেসিস করেন ২৪ রান। পরের দুটো ওয়ানডে মাঠে গড়াবে ৭ ও ১০ ফেব্রুয়ারি। ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে উঠতে ম্যাচ দুটো জিততে মরিয়াই থাকবে প্রোটিয়ারা।   ক্রিকইনফোমন্তব্য