kalerkantho


মেসির চুক্তির চেয়েও বড় ব্যাপার!

১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০মেসির চুক্তির চেয়েও বড় ব্যাপার!

লিওনেল মেসি বার্সেলোনায় থাকছেন নাকি ম্যানচেস্টার সিটিতে চলে যাচ্ছেন—এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে ক্লাবের সঙ্গে মেসির চুক্তি নবায়ন না করা। নেইমার ও সুয়ারেসের সঙ্গে বার্সেলোনার চুক্তি ২০২১ সাল পর্যন্ত, যেখানে ‘সোনার ডিম পাড়া রাজহাঁস’ মেসির সঙ্গে চুক্তির মেয়াদটা ২০১৮-র গ্রীষ্মেই ফুরিয়ে যাচ্ছে। নতুন চুক্তি এখনো হয়নি দুই পক্ষের, সেটা না হওয়াতেই মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন ছড়িয়েছে। তবে বার্সেলোনাভক্তদের মধ্যে চালানো জরিপে উঠে এসেছে, মেসির নতুন চুক্তির চেয়ে ক্লাবের কাঠামোগত অনেক সংস্কারই গুরুত্বপূর্ণ সমর্থকদের কাছে। ক্লাবের মুখপাত্র জোসেপ ভিভেস জানালেন এমনটাই।

ক্লাবের সদস্যদের মধ্যে চালানো ‘অবজারভেশন ব্লাউগ্রানা’ নামের জরিপে উঠে আসে ক্লাবকে ঘিরে সদস্যদের চাহিদার বিষয়গুলো। আশ্চর্যজনকভাবে তাতে শীর্ষ পাঁচে মেসির চুক্তি নবায়নের বিষয়টি নেই। হয় সদস্যরা মেসির চুক্তি নবায়নের বিষয়টি ভাবছেনই না, কারণ মনে করছেন স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই একসময় সেটা হয়ে যাবে। অথবা কোনো ব্যক্তিকে সংগঠনের ঊর্ধ্বে স্থান দিচ্ছেন না। ভিভেসের কথাতেই স্পষ্ট হয়ে যায় জরিপের ফল, ‘সব শেষ জরিপে মেসির প্রসঙ্গই আসেনি। তার চুক্তির মেয়াদ বাড়ানোটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এর চেয়ে অনেক বড় বড় কাঠামোগত পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আছে আমাদের। তবে তার মানে এই নয় যে মেসির ব্যাপারটা গুরুত্বপূর্ণ নয়। তবে এ মুহূর্তে সদস্যরা স্টেডিয়াম সংস্কার, শিরোপা, দল গঠনের পরিকল্পনা, মামলাগুলো আর ক্লাবের আর্থিক অবস্থা নিয়েই ভাবছেন।’ এসবের বাইরে একদল বার্সেলোনা সমর্থক পক্ষপাতদুষ্ট রেফারিংয়ের বিরুদ্ধে এবং খেলোয়াড়দের পাশে ক্লাব বোর্ডের দৃঢ় অবস্থানের দাবি জানিয়ে আসছে। তবে সেই বিষয়টি রাখা হয়নি জরিপে, এ প্রসঙ্গে ভিভেসের বক্তব্য, ‘আমরা ক্লাবের জরিপে রেফারিংয়ের বিষয়টি রাখিনি। বরং নতুন প্রযুক্তি স্থাপনের মাধ্যমে ভুল কমিয়ে আনার পক্ষে অবস্থান নিয়েছি।’ ভিভেসের স্পষ্ট ইঙ্গিত গোললাইন প্রযুক্তির দিকে, রিয়াল বেতিসের সঙ্গে ম্যাচে বার্সার একটা গোল দেখেননি রেফারি, যদিও গোললাইন প্রযুক্তি থাকলে রেফারির হাতঘড়িতেই পৌঁছে যেত গোলের সংকেত! এএফপিমন্তব্য