kalerkanthoসংক্ষিপ্ত

দৃষ্টিহীনদের দাবা

১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : দৃষ্টিহীনদের জাতীয় দাবা প্রতিযোগিতায় পুরুষ বিভাগে হুসাইন ইজাজ ও মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রিবিকি মুন্সী। সাত খেলায় পূর্ণ পয়েন্ট ইজাজের, সাড়ে ৫ পয়েন্ট নিয়ে প্রথম রানার আপ রফিকুল ইসলাম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন এস এম শাহীন। মহিলা বিভাগে সাত খেলায় রিবিকার পয়েন্ট ৩। এই বিভাগে প্রথম রানার আপ মোর্শেদা বেগম এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন লাবনী আক্তার। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় গত শনিবার দাবা ফেডারেশনে শুরু হয় এই আসর।মন্তব্য